শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ বিস্ময়ের ব্যাপার: আরেফিন সিদ্দিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুদ্ধ বিধ্বস্ত দেশে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ বিস্ময়ের ব্যাপার বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেছেন, “১৯৭২ সালের ১২ জানুয়ারি বঙ্গবন্ধু গণভবনে যেভাবে শপথ গ্রহণ করেছিলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল একেবারে যুদ্ধরত অবস্থায় আমাদের প্রথম সরকার একইভাবে শপথ নিয়েছিলেন। অর্থাৎ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই শপথ গ্রহণ করেছিলেন। এটা একটা বিস্ময়ের ব্যাপার।”

রবিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার: ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রাক্কালে যেকোনো সময় পাকিস্তানীবাহিনী বোমা বর্ষণ করবে, এ ধরনের খবরাখবরও ছিল। তারপরও দেশিবিদেশি সাংবাদিকদের নিয়ে যাওয়া হলো সেই মুক্তাঞ্চলে। বঙ্গবন্ধু ২৬ মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে সেখানে উপস্থাপিত হলো।

সেখানে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ গঠন করে ১৭ এপ্রিল শপথ গ্রহণ করলেন। প্রথম সরকার বলে শপথে কোনো রকমের কাটছাট বা সংক্ষিপ্ত করা হয়নি।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার যুক্তি তুলে ধরে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, “২৫ মার্চ থেকে ‘অপারেশন সারচলাইট’ নামে পাকিস্তানীরা আমাদের উপর যে আক্রমণ শুরু করল, বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই ঘোষণা একমাত্র বঙ্গবন্ধুই দিতে পারেন। কারণ বঙ্গবন্ধু সত্তরের নির্বাচনে নির্বাচিত, পাকিস্তানের অবিসংবাদিত নেতা।“ তিনি আরও বলেন, সেই অবিসংবাদিত নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, সেটি বুঝা যায় ২৬ মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া খানের দেয়া জাতির উদ্দেশ্যে বেতার ভাষণে।

সেখানে ইয়াহিয়া বলেছিলেন, বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং সেজন্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাঁর শাস্তি হবে। ইয়াহিয়া সেদিনের বক্তব্যে ১৩১৪ বার বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেন। সেই ভাষণে এক জনের নামই উচ্চারণ করা হয়েছে দ্বিতীয় কোন ব্যক্তির নাম সেদিন উচ্চারণের প্রয়োজন পড়েনি। কারণ, স্বাধীনতার ঘোষনা দেয়ার কর্তৃত্ব ও অধিকার একমাত্র পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ই ছিলো।

পাকিস্তানের দীর্ঘ ২৪ বছরের পরাধীনতার ইতিহাস ও আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানা থাকলে আমরা সহজেই বুঝতে পারি, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাঙালী জাতি একই সূত্রে গাঁথা।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও প্রাবন্ধিক মফিদুল হক বলেন, নানা রকম উপাদান ও নানা কিছুর সংযোজন ঘটিয়ে কী দূরদৃষ্টি, দৃঢ়তা ও শক্তিময়তা নিয়ে, জনতার শক্তির বলে বাংলাদেশ আন্দোলন সার্বজনীন স্বীকৃতি অর্জন করল। পৃথিবীর বড় রাষ্ট্রগুলোর সরকার সমর্থন করেনি। কিন্তু পৃথিবীব্যাপী সাধারণ মানুষ বাংলাদেশের সমর্থনে দাঁড়িয়ে গেল বিপুলভাবে। তার পেছনে ছিল এই আন্দোলনের বৈধতা। যে সরকার গঠিত হলো, যে আবেদন জানানো হলো বিশ্বের কাছে, সেটি গণতন্ত্রের উই দ্যা পিপলেরই একটা প্রতিধ্বনি করল।

 

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More