বিজয় দিবস উপলক্ষে সাজাপ্রাপ্ত ১৬ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কারা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তর জানিয়েছে, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে অর্ধেকের বেশি সময় কারাভোগকৃত এসব কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই বন্দীদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কারা অধিদপ্তর মহাপরিদর্শক (আইজি–প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন গণমাধ্যমকে বলেন, দণ্ড মওকুফ হওয়া কয়েদিরা কেউ গুরুতর অপরাধের মামলার আসামি ছিলেন না। কারাগারে তাঁদের কর্মকাণ্ড ও আচরণ ভালো ছিল।
তিনি আরও বলেন, প্রত্যেক বছর বিজয় দিবস উপলক্ষে কারাগারে থাকা অবস্থায় কারাগারের শৃঙ্খলা মেনে চলা, ভালো কর্মকাণ্ড ও বেশির ভাগ সাজা ভোগ করা কয়েদিদের ছেড়ে দিতে কমিটি গঠন করা হয়। এবার কমিটির সুপারিশের ভিত্তিতে ১৬ কয়েদিকে ছেড়ে দেওয়া সিদ্ধান্ত হয়েছে।
এসএ