রাজশাহীর আমচাষিরা আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম গাছ থেকে নামাতে পারবেন। বুধবার (৭ মে) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। এতে কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিত করতে এবারও প্রকাশ করা হয়েছে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৫ মে থেকে গুটি আম, ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ বা লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত, ১০ জুন থেকে ল্যাংড়া বা বানানা ম্যাঙ্গো, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম–৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি জাতের আম নামানো যাবে।
এছাড়া সারাবছরই বাজারে পাওয়া যাবে কাটিমন ও বারি আম–১১ জাতের আম।
জেলা কৃষি দপ্তরের তথ্যমতে, এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। সম্ভাব্য গড় উৎপাদন ধরা হয়েছে প্রতি হেক্টরে ১৩ দশমিক ২৬ মেট্রিক টন। সব মিলিয়ে সম্ভাব্য মোট উৎপাদন হবে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন এবং সম্ভাব্য মোট বিক্রির পরিমাণ প্রায় ১,৬৯৫ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ৬২০ টাকা।
সভায় জেলা প্রশাসক বলেন, ‘পরিপক্বতা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগে কোনো আম পাড়া যাবে না। তবে দুর্যোগজনিত কারণে কেউ আগেভাগে আম পাড়তে চাইলে, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিতে হবে।‘
এ সময় প্রশাসনের পক্ষ থেকে আম পরিবহনে সহায়তা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও জানানো হয়।
এমএম/ইএ