দীর্ঘ ১৪ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে ফেসবুক–ইউটিউব–টিকটকসহ দেশে প্রচলিত সব সামাজিক যোগাযোগমাধ্যমে।
বুধবার (৩১ জুলাই) দুপুর পৌনে ২টার পর বাংলাদেশ থেকে মোবাইল ফোন ও কম্পিউটারে স্বাভাবিক নিয়মে এ সেবা সচল হয়।
এর আগে, দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে, বিকেল থেকে ফেসবুক, ইউটিউব ও টিকটকসব সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়ার ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর পাঁচদিন পর ব্রডব্যান্ড ও ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, ইউটিউব, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম।
উল্লেখ্য, ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে অবশ্য ভিপিএন ব্যবহার করে একটি বড় সংখ্যক মানুষ ফেসবুক ও বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করতে পেরেছেন। অবশ্য পুরো সময়টা ফেসবুকে সক্রিয় ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসএ/দীপ্ত সংবাদ