ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১০ বল বাকি থাকতেই মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ডেভিড মালানের সেঞ্চুরি আর জো রুটের হাফ সেঞ্চুরিতে ৩৬৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ফলে জিততে হলে ৩৬৫ রানের কঠিন এক লক্ষ্য পাড়ি দিতে হতো টাইগারদের।
ইংল্যান্ডের দেয়া ৩৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। রিচ টপলির ইন সুইং বলে জুনিয়র তামিমের ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়ে। আউট হওয়ার আগে ২ বলে করেন ১ রান।
সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তও পারেননি কিছুই করতে। নিজের খেলা প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।
শেষ পর্যন্ত লিটন–মুশফিকের জোড়া ফিফটিতে ১০ বল বাকি থাকতেই মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা। এর ফলে ১৩৭ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে সাকিবের দল।
আল / দীপ্ত সংবাদ