সরকারের বেঁধে দেওয়া প্রতি ডিম ১২টাকায় বিক্রির ট্রাকসেল (খোলা বাজারে) কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্ত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
রাজধানীর ২০টি পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৩০টি ডিম কিনতে পারছেন।
মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ডিমের বাজার ঠিক রাখতে প্রতিটা গ্রুপের সঙ্গে আমরা মিটিং করেছি। প্রান্তিক খামারিরা এখনো ৮০ শতাংশ ডিম উৎপাদন করেন। কিন্তু করপোরেট গ্রুপ সারা দেশের ডিমের বাজারটা নিয়ন্ত্রণ করছিল। গত বছর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আমরা ধারণা করেছিলাম, এ বছর একটা সিস্টেমে চলবে।
এ সময় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ