আইসিটি খাতে আগামী পাঁচ বছরে ১০ লাখ তরুণ–তরুণীর কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আরও পড়ুন: আজকের শিশুদের নেতৃত্বে পরিচালিত হবে ২০৪১ সালের ‘স্মার্ট বাংলাদেশ’
প্রতিমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত নতুন সরকারকে স্বাগত জানিয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে ভারত পাশে থাকবে বলেও জানিয়েছেন দেশটির হাইকমিশনার। মানুষের অংশগ্রহনের মাধ্যমে তরুণদের কিভাবে আরও প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করা যায় সে বিষয়ে আলোচনা করেন তারা।
তিনি বলেন, ডিজিটাল পেমেন্ট কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: সফটওয়্যার সলিউশন রোগীদের খরচ কমাবে: আইসিটি প্রতিমন্ত্রী
এসএ/দীপ্ত নিউজ