কক্সবাজারের সমুদ্র সৈকতের স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড় দেখে মনে হবে মহা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় মোখা যেন তাদের জন্য একটি উৎসব। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে মোখার রূপ কেমন হবে সেটি দেখতে। সমুদ্র সৈকতে মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন প্রশাসন।
ঘুর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরপরও সমুদ্রসৈকতে স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড়। অনেকেই পরিবার–পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসন বারবার সরিয়ে দিলও মানচ্ছেন না পর্যটকরা।
অনেকে বলছে সিডর, আইলা মতো ঘূর্ণিঝড় দেখেছে। এবার ঘূর্ণিঝড় মোখা দেখতে সমুদ্র সৈকতে এসেছেন।
সকাল থেকে সাগরের প্রতিটি পয়েন্টে মাইকিং করে সাধারণ মানুষকে সরে যেতে বার বার বলা হলেও সমুদ্র সৈকতে ভিড় করছেন তারা। পুলিশ বলছেন এই মহা বিপদ সংকেত উপেক্ষা করে যারা সমুদ্র সৈকতে এসেছেন তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এবং মানুষকে সরিয়ে দিতে কাজ করে যাচ্ছেন প্রশাসন।
অন্যাদিকে কক্সবাজার ৫৫৭ টি আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে উপকূল থেকে ৫০ হাজারের অধিক লোককে সরিয়ে নিয়ে আসা হয়েছে। এছাড়াও ৪২ টি আবাসিক হোটেল প্রস্তুত রাখা হয়েছে এবং জনসাধারণকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।
আফ/দীপ্ত সংবাদ