বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ও পূর্ব ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
শনিবার (১ এপ্রিল) বিকেলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের রেজিস্ট্রিপাড়া সিলমী কমিউনিটি সেন্টারের সামনে এ কর্মসূচী আয়োজন করা হয়।
এসময় টাঙ্গাইল, ভোলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অবস্থান কর্মসূচী চলাকালে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম বলক প্রমুখ ।
কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে হাবীব উন নবী খান সোহেল বলেন, সরকারের পতনের লক্ষে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রামে মাঠে আছি। এই সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাবনা। আমাদের আন্দোলন সংগ্রাম জনগণের মুক্তির জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য।
তিনি বলেন, আজকে বিদ্যুৎ, গ্যাস, চাল, ভাল, তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্যবৃদ্ধিতে জনগণ হতাশ হয়ে পরেছেন। আর এই সরকার আগামীর নির্বাচনে কিভাবে ভোটকে লুট করে জনগণের অধিকার বঞ্চিত করা যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে।
আফ/দীপ্ত সংবাদ