নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্য কমানো সহ ১০ দফা দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও জনমসবেশ করেছেন জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ( ২০ মে ) বেলা ১১টার দিকে জেলা শহরের মুক্তারপুর ফেরিঘাট এলাকায় এ কর্মসূচী পালন করে।
সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন নিয়ে মুক্তারপুর এলাকায় জড়ো হয়। এসময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা। পরে ১১ টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মুক্তারপুর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে জনসমাবেশ হয়।
এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. আসাদুজ্জামান রিপন, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এসময় তারা বলেন, এই সরকার জনগণের বিরুদ্ধের সরকার। জনগণের বিরুদ্ধে যারা যাবে তারাই সেনশনে (নিষেধাজ্ঞার মধ্যে পড়বে)। এই সরকার অবৈধ সরকার। অবৈধ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে।
তারা আরও বলেন, বিএনপির চেয়ারপারসেন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাবে এ দেশের জনগণ। বিএনপি পুলিশ বাহিনী দিয়ে দমিয়ে রাখা যাবেনা। বাংলাদেশে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করতে হবে।এছাড়া নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
আল/দীপ্ত সংবাদ