তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদসহ ১০ দফা দাবিতে আশুলিয়া থানা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। কর্মসূচিকে ঘিরে ছিল পুলিশের কঠোর অবস্থান।
শনিবার ( ৯ এপ্রিল) দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে হাজির হয়ে একত্রিত হন দলের নেতা–কর্মীরা।বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সমাবেশে বক্তারা বলেন, মানুষের জীবন জীবিকা আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলেছে। দ্রব্য মূল্য বাড়ার কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব। সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।
আল/দীপ্ত সংবাদ