কোনোভাবেই টানা যাচ্ছে না নিত্যপণ্যের লাগাম। একাধিক মন্ত্রী বিভিন্ন সময় কঠোর অবস্থানের কথা বললেও বাজারে এর প্রভাব পড়ছে না। ফলে মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ। দিশেহারা ক্ষুধার রাজ্যের বাসিন্দারা।
এ পরিস্থিতিতে সারা দেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম হাতে নেয় সরকার।
সোমবার (৮ জুলাই) সকালে রাজধানীর কড়াইল টি এন্ড টি কলোনি আনসার ক্যাম্প মাঠে জুলাই মাসের কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন।
বাণিজ্যসচিব জানান, টিসিবির জন্য পেঁয়াজ ও আলু আমদানির চেষ্টা চলছে। পাশাপাশি তদারকি করা হচ্ছে বাজার।
সরকারের এই কার্যক্রম নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিচ্ছে। সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবার তিনটি পণ্য কিনতে পারবে। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা কেজি এবং চালের কেজি ৩০ টাকা।
উল্লেখ্য, জুলাই মাসে ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।
এসএ/দীপ্ত সংবাদ