সিরাজগঞ্জে ১০০ টাকার স্যালাইন ২৫০ টাকা বিক্রি করার অভিযোগে এক ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী–পরিচালক মো: হাসান–আল–মারুফের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়।
এ সময় মো: হাসান–আল–মারুফ বলেন, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সামনে হেলথ এন্ড লাইফ ফার্মেসিতে ডিএনএস স্যালাইনের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১০০.৮৯ টাকা লেখা থাকলেও বিক্রি করছিলেন ২৫০ টাকা। ক্রেতা সেজে সেখানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য নেয়ার বিষয়টি হাতেনাতে ধরা হয়। এরপর ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজার স্টেশন এলাকায় স্টিকারবিহীন বিদেশি চকলেট বিক্রির দায়ে স্মরণ ফলঘরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
সিরাজুল ইসলাম/পূর্ণিমা/দীপ্ত নিউজ