সাগর–রুনি হত্যা মামলাসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার, ৯ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও ১০ম ওয়েজ বোর্ড গঠন‘সহ ২১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) উদ্যোগে আগামী শনিবার (১ নভেম্বর) সারা দেশে একযোগে এই কর্মসূচি পালন করা হবে।
কেন্দ্রীয়ভাবে রাজধানীতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেবেন।
তারা সংবাদকর্মীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতনের বিচার, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষার দাবিতে বক্তব্য রাখবেন।
এর আগে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী কমিটি সভায় ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর করাসহ ২১ দফা দাবিতে আগামী ১ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে কক্সবাজার বিএফইউজে নির্বাহী পরিষদের সভায় এসব দাবি ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে– সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য ৯ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও ১০ম ওয়েজ বোর্ড গঠন। সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন। সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ। সাংবাদিক দম্পতি সাগর–রুনিসহ সব সকল সাংবাদিক হত্যার বিচার। গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালা কানুন বাতিল। সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন ইত্যাদি।
এসএ
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 