রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় খুলে দেওয়ার ১১ দিন পর কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টায় দিকে এসব জলকপাট বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, উজান থেকে পানি নামার প্রবণতা কমে যাওয়া এবং ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনসহ সব বিষয় চিন্তা করে বাঁধের গেট বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রকৌশলী জানান, কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। হ্রদে বর্তমানে পানি আছে ১০৮ দশমিক ২২ ফুট মিনস সি লেভেল। জলকপাট বন্ধ থাকলেও ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে এবং ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
তিনি আরও জানান, যদি আবারও পানি বাড়ার প্রবণতা দেখা দেয় তাহলে পুনরায় জলকপাট খুলে দেয়া হবে।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছায় গত ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।
এসএ