সাম্প্রতি ফেইজবুক জুড়ে #শহরে_অনেক_রোদ ট্যাগে ছড়াছড়ি ! সেলেব্রেটি থেকে শুরু করে সবাই রোদ মাখা ছবিতে এই ক্যাপশন ব্যাবহার করছেন।
এমনই সময় মিজানুর রহমান আরিয়ান খবর পাঠালেন, ‘শহরে অনেক রোদ’ নামের একটি সিনেমার খবর। যেটাকে তিনি বলছেন ‘ফ্ল্যাশ ফিল্ম’। মানে দৈর্ঘ্যে নাটকের চেয়ে বড় আর সিনেমার চেয়ে ছোট।
সেই সিনেমাটি এই ঈদে মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে। ঈদে মানে, একেবারে ঈদের দিন থেকেই দর্শকরা উপভোগ করতে পারবেন ছবিটি।
কিন্তু প্রশ্ন এলো, তবে কি চলমান তাপদাহ নিয়েই সিনেমা বানিয়ে ফেললেন ‘নেটওয়ার্কের বাইরে’-খ্যাত এই নির্মাতা! জবাবে জিভে দাঁত কাটলেন। বললেন, ‘একদমই না।
এই ছবি চলমান অসহ্য গরম নিয়ে নয়। বরং আমি বোঝাতে চেয়েছি শীতের সকালে মিষ্টি রোদের কথা। যে রোদ আমাদের আরাম ও স্বস্তি দেয়। এই গল্পটা অনেকটা তেমই। যেটা দেখে দর্শকরা শীতসকালের রোদ অনুভব করবেন।’
‘শহরে অনেক রোদ’-এ অভিনয় করেছেন খায়রুল বাসার, সাবিলা নূর, তানিয়া, নাদের চৌধুরী প্রমুখ। নির্মাতা আরিয়ানের বিশ্বাস, গ্রীষ্মের এই তাপদাহে মিষ্টি প্রেমের দুষ্টুমিতে ভরা সিনেমাটি একটু হলেও শীতলতা ছড়াবে দর্শক-মনে।