হোয়াটসঅ্যাপে অনেকেই প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্যের কাছ থেকে ফোন নম্বর লুকিয়ে রাখতে চান । এবার ব্যবহারকারীদের সেই প্রত্যাশা পূরণ করতে চলছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ তার কমিউনিটি অপশনে গোপনীয়তার একটি অতিরিক্ত স্তর যোগ করবে। নতুন এই প্রাইভেসি ফিচারের মাধ্যমে একটি কমিউনিটিতে যুক্ত কোনো ব্যবহারকারী নিজের ফোন নম্বর সবসময় অন্য সদস্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন।
নতুন এই ফিচার উন্মুক্ত হলে ফোন নম্বর কখনোই অন্যের সামনে আসবে না। এমনকি কমিউনিটির মেসেজে রিঅ্যাকশন দিলেও না। এতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সম্পূর্ণ পরিচয় গোপন রেখে কমিউনিটির সাথে যোগাযোগ বজায় রাখতে সক্ষম হবেন।
এছাড়া, আগে হোয়াটসঅ্যাপ এইচডি ছবি পাঠানোর একটি ফিচার চালু করেছিল। এবার এইচডি ভিডিও পাঠানোর ফিচার চালু করছে। এই আপডেট বর্তমানে বেটা সংস্করণে পাওয়া যাবে।
আল/ দীপ্ত সংবাদ