না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কবি, গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন রাজীব আশরাফের বড় বোন।
জানা গেছে, গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফের জানাজা আজ বাদ আসর মিরপুর ১১ নম্বরের নান্নু মার্কেট–সংলগ্ন বাইতুল ইহতিরাম জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি গান হলো– ‘জলকণা উড়ে যায়’(ভালোবাসি তাই), ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘এই আমার শহর’(অ্যাট–এইটিন অলটাইম দৌড়ের ওপর), ‘যাযাবর পাখনা’(মাংকি বিজনেস), ‘এই যাত্রার শেষ কোথায় অজানা’(ইউ–টার্ন) প্রভৃতি।
শায়লা/দীপ্ত নিউজ