রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন এবার: সারজিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
এনসিপি প্রার্থী সারজিস বলেন, বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের সো কল্ড হেভিওয়েট নেতা যারা ছিল এবার তাদের ভূমিধস পতন দেখতে পারবেন ইনশাআল্লাহ।’

পঞ্চগড়১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী সারজিস আলম বলেন, বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বড় বড় সো কল্ড হেভিওয়েট নেতা যারা ছিল এবার তাদের ভূমিধস পতন দেখতে পারবেন ইনশাআল্লাহ।’

প্রচারণার চতুর্থ দিন রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় পঞ্চগড় জেলার অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক চলাকালে সংবাদকর্মীদের তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন,১২ ফেব্রুয়ারির এই নির্বাচনে পূর্ব নির্ধারিত হেভিওয়েটের যে চিন্তা বা কনসেপ্ট এটা আর এই বাংলাদেশে টিকবে না।’

তিনি বলেন, মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ শুধু ১২ তারিখের অপেক্ষায় আছে। প্রত্যেকটা মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দিবে। প্রত্যেকটা মানুষ চাঁদাবাজি, দখলদারিত্ব এবং হুমকিধামকি, ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য যারা করেছে তাদের বিরুদ্ধে ভোট দিবে।

এনসিপি এ নেতা আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাইহুমকিধামকি, ভয় দেখিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, তাদের পতন শেখ হাসিনার চেয়েও ভয়ংকর খারাপ ভাবে হবে। বাংলাদেশের মানুষ এখন আগের ওই জায়গায় নাই, মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দেন।

সারজিস বলেন, শুধু পঞ্চগড়১ আসনে নয় পুরো বাংলাদেশে ইনসাফের পক্ষে, ভালোর পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, ১০ দলীয় জোটের যে ঐক্যবদ্ধ বাংলাদেশবিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More