বিশ্বের দয়ালু বিচারক হিসেবে খ্যাত সোশ্যাল মিডিয়া তারকা ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। গত বুধবার (২০ আগস্ট) যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে তিনি মারা যান। তার ছেলে ডেভিড ক্যাপ্রিও সোশ্যাল মিডিয়া পোস্টে খবরটি নিশ্চিত করেছেন। প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন ফ্রাঙ্ক ক্যাপ্রিও।
আদালত কক্ষের বিচার কাজের ভিডিওগুলো প্রকাশ হওয়ার পর তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। তার দয়া, সহমর্মিতা ও হাস্যরস দেখে মুগ্ধ হয়ে সবাই তার নাম দেন বিশ্বের সবচেয়ে হৃদয়বান বিচারক। বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও বিচারাধীন ব্যক্তিদের ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করে রায় দেয়ার জন্য কঠোর শাস্তির পরিবর্তে তিনি প্রায়শই আর্থিক জরিমানা মওকুফ করে দিতেন। সেজন্য তিনি জনগণের কাছে এত প্রিয় হয়ে উঠেন।
ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর বিচারিক পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি প্রায়শই আদালতে শিশুদের বেঞ্চের পেছনে তার সঙ্গে বসার জন্য ডাকতেন। মজা করে তাদের ‘মিনি–জজ’ বলতেন। অনেক সময় তিনি শিশুদের হাতে বিচারকের হাতুড়ি তুলেও দিতেন। তার এই ধরনের মজার ও সহানুভূতিশীল আচরণগুলোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ২০১৯ সালের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার আদালতের কার্যক্রমগুলো রোড আইল্যান্ডের জীবনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হয়ে থাকবে সবসময়।
১৯৩৬ সালে রোড আইল্যান্ডের প্রভিডেন্সে জন্মগ্রহণ করেন তিনি। এদিকে ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর মৃত্যুতে তার পরিবারসহ সারা বিশ্বের লাখ লাখ মানুষ শোক প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্সের স্থানীয় আদালতের বিচারক ছিলেন তিনি। রোড আইল্যান্ড আদালতে ৪০ বছরের কর্মজীবন তার। সেখানেও তিনি তার মানবিক বিচারকার্যের জন্য বিখ্যাত ছিলেন।
সূত্র: ওয়াশিংটন পোস্ট