টি–টোয়েন্টি নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। লিটন দাস ও তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে জয় তুলে নেয় লাল–সবুজ বাহিনী। এদিন বল হাতে আলো ছড়িয়েছেন তাসকিন, রিশাদ, মুস্তাফিজরা।
ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা পায় ভালো। তানজিম হাসান সাকিবকে বাউন্ডারি হাঁকিয়ে খোলা হয় রানের খাতা। সেই তানজিমের ভুল থ্রোতে অতিরিক্ত চার রান পেয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে ওঠে লঙ্কানরা।
তবে তৃতীয় ওভারে তাসকিন বল হাতে নিয়ে এনে দেন উইকেট। যদিও শ্রীলঙ্কা ক্রমাগত চার হাঁকাতে থাকে তাসকিনকে। অনেকটা একই অভিজ্ঞতা হয় সাকিবেরও। তবে মুস্তাফিজের হাত ধরে ম্যাচে ফেরে বাংলাদেশ। পাওয়ারপ্লের শেষ ওভারে বল হাতে নিয়েই কাটার মাস্টার শিকার করেন উইকেট। কাটারের পাওয়ার দেখিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটও তিনিই এনে দেন।
দলীয় ৭০ রানে ফিজের ভেলকিতে বোকা বনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ক্যাচ তুলে দেন ২৮ বলে ৪৭ রান করা ভয়ংকর পাথুম নিসাঙ্কা। আর তাতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। তাসকিন করেন দুর্দান্ত প্রত্যাবর্তন, যোগ দেন রিশাদও।
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান। মুস্তাফিজ ও রিশাদ হোসেন তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ দুটি ও তানজিম হাসান সাকিব পান একটি উইকেট। ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব আল হাসান।
জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুতেই সৌম্য সরকারকে হারায়। থিতু হতে পারেননি তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। দারুণ ছন্দে থাকা হৃদয়কে নিয়ে দেখেশুনে এগোতে থাকেন লিটন। একটি চার ও চারটি ছক্কায় ২০ বলে ৪০ রানের ক্যামিও খেলে হৃদয় যখন বিদায় নেন, দল তখন পাচ্ছে জয়ের সুবাস।
শেষে রিয়াদের ব্যাটিংয়ে শেষপর্যন্ত ১ ওভার ও ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় বাংলাদেশে।