তামিম ইকবালের সুপারিশে ডিপিএলের এক ম্যাচে তাওহীদ হৃদয়ের শাস্তি এক বছর পেছালো বিসিবি। শুক্রবার (২৫ এপ্রিল) ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেয়া হয়। ডিপিএলে শাস্তি ও বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ বিষয়ে বোর্ডের, সিদ্ধান্তকে হাস্যকর বলছেন বাংলাদেশ দলের সাবেক তারকা তামিম।
ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়ের ওপর নিষেধাজ্ঞা এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই খেলোয়াড়ের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের বিষয়ে শুক্রবার জরুরি বৈঠক ডাকেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। তাতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
ঘটনা ১২ এপ্রিলের। সেদিন মোহামেডান ফিল্ডারদের আবেদনে প্রতিপক্ষ ঢাকা আবাহনীর ব্যাটারকে আউট দেননি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও তানভীর আহমেদ। তখন আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান হৃদয়। এতে তাকে চার ডিমেরিট পয়েন্টসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে আম্পায়ারদের নিয়ে মন্তব্য করায় এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয় হৃদয়কে। পরে আরও এক ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়। যা নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল।
৯ এপ্রিল গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই খেলোয়াড়ের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বিসিবি তা তদন্ত করছে। এটি নিয়েও প্রশ্ন তোলেন তামিম।
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ নিয়েও কথা বলেন তামিম। দশ ক্রিকেটারের নাম মিডিয়াকে দেওয়ায় বিসিবি‘র সমালোচনা করেন তিনি।
মোহাম্মদ হাসিব/এজে/ দীপ্ত সংবাদ