ভৌগলিক ও প্রযুক্তি বিচারে হামাস কিংবা হিজবুল্লাহর মতো শক্তিশালী নয়, ইয়েমেনের হুথিরা। কিন্তু লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে তাদের হামলা ইসরায়েল ও তার মিত্রদের বেশ সমস্যায় ফেলেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে লক্ষ্যবস্তু বানানো ও গাজায় হামলা চালিয়ে, বেসামরিক নাগরিকদের হত্যা করছে ইসরায়েল। তাদের সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা।
এবার তারা হামলা চালাচ্ছে ইয়েমেনর হুথিদের লক্ষ্য করে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানায়, হুথিদের তৈরি মিসাইলের পরিসর, লক্ষ্যভেদী নিশানা ও সামর্থ্য সম্পর্কে ধারণা পেতে কাজ করছে তারা।
বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আবার ফিরে পেতে এবং অস্ত্র ব্যবসা চাঙ্গা রাখতেই এ ধরণের হামলা হতে পারে।
হুথিদের নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগরের অন্যরকম গুরুত্ব বৈশ্বিক অর্থনীতিতে। ইয়েমেন উপকূলের বাব–এল–মান্দেব থেকে মিশরের উত্তরাঞ্চলে সুয়েজ খাল পর্যন্ত বিস্তৃত এই সাগর। বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশ সরবরাহ ও ৩০ শতাংশ কনটেইনার এ পথ দিয়ে যায়। তাই এ অঞ্চলের যে কোন অস্থিরতা সারা বিশ্বের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।
আরও পড়ুন: গাজায় আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৯
এসএ/দীপ্ত নিউজ