হুটহাট করে কাউকে জামিন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী রাজারবাগ পুলিশ লাইন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘১৫ বছর অরাজকতা হয়েছে। গুম হয়েছে, খুন হয়েছে। প্রতিটা হত্যার বিচার হবে এই বার্তা দিতে হবে। তা না হলে এই পদে থাকার মানে হয় না।
মব তন্ত্র ভয়াবহ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিক ভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’
বিচারপতিদের উদ্দেশে উপদেষ্টা আরও বলেন, আমাদের যারা জজ (বিচারক) আছেন তাদের কাছে অনুরোধ আপনারা যে ‘বিগার পিকচার অফ’ এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দেবেন না।
আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি জানিয়ে তিনি বলেন, পুলিশ ভাইয়েরা যখন অত্যন্ত কষ্ট করে একটা হত্যা মামলার আসামি ধরে আনেন, জুলাই গণহত্যা মামলার আসামি সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আপনাদের লক্ষ্য রাখতে হবে এই আসামিগুলো বেরিয়ে একটা বিচার প্রক্রিয়াকে কতটা বাধাগ্রস্ত করতে পারে। এখানে আপনাদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
এসএ