আন্ত:দেশীয় ইস্ট হিমালয়া ক্লাসিক কার অ্যাভাঞ্চার র্যালি এখন বাংলাদেশে। মঙ্গলবার এ গাড়িবহর গাজীপুরে পৌঁছায়। আগামী ১১ নভেম্বর এটি বেনাপোল দিয়ে ভারত যাবে।
গাজীপুরের সবুজ ছায়াঘেরা পথে ছুটছে মার্সিডিজ, পোরশে, জাগুয়ার, ল্যান্ডক্লুজারের মতো ক্লাসিক সব গাড়ি! গত ১৯ শতকে ইউরোপ-আমেরিকার জনপ্রিয় এবং বর্তমানে বিলুপ্তপ্রায় এমন ১৬টি গাড়ি নিয়ে ভ্রমণে বেরিয়েছেন ৪৩ সদস্যের একদল পর্যটক। সঙ্গে আছে দুটি মোটরসাইকেলও।
গত ৭ নভেম্বর ভারত হয়ে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এ বহর। মঙ্গলবার বিকেলে এটি গাজীপুর পৌঁছায়। বাংলাদেশে র্যালিটির সমন্বয়ক জানান, বুধবার সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে র্যালি।
আগামী ১১ নভেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত যাবে এই গাড়ির বহর।