স্বাধীনতার পর যারাই দেশ চালিয়েছে তারা সবাই হিন্দুদের ব্যবহার করে শুধুমাত্র নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার– এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, হিন্দুদের নিয়ে আর রাজনীতি করার সুযোগ নেই। হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে। এখন হিন্দুদের শ্লোগান-‘সব মার্কা দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ।’
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা ‘স্বাধীনতা চত্বরে‘ জামায়াতে ইসলামী হিন্দু কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। একটি দলই বাকী– জামায়াতে ইসলামী, তার প্রতীক দাঁড়িপাল্লা।
তিনি বলেন, দেড় হাজার জীবন, ৪০ হাজার আহতের মধ্যদিয়ে চব্বিশের পরিবর্তনের মধ্যদিয়ে ঢাবি, চবি, রাবি ও জাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও সেই বার্তা দেশবাসী দেখাবে।
তিনি আরও বলেন, ৫৪ বছর যারা দেশ চালিয়েছে তারা সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির মাধ্যমে হিন্দুদের শোষণ করেছে। জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার নির্মূল করা হবে। দেশের মানুষ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তন আনতে চাই।
এতে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু কমিটি সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল।
এসএ
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 