অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করা এবং ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় মো. খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিকেল ৪টায় সাভার আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তর এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি বলেন, অভিযুক্ত যুবক সমাজে মা–বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছডিয়ে দিচ্ছেন। নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন। এটি তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে সব মেয়েকে হেয় করছেন। পরে ভিডিও দেখে শনাক্ত করে সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একটি ফেসবুক পেজের ভিডিওতে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে দেখা যায়, তিনি পাগলের বেশ ধরে নারীদের হিজাব ছাড়া ঘর থেকে বের না হতে তাদের প্রতি অশালীন মন্তব্য করছেন। তাকে আরও বলতে শোনা যায়, হিজাব না পরলে ধর্ষিত হবেন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্র ধরে খালিদের আইডিতে থাকা বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, তিনি বিভিন্ন সময় মেয়েশিশু, কিশোরী ও নারীদের পথ আটকে নানা আপত্তিকর কথা বলেছেন। কী ধরনের পোশাক পরা উচিত, এবং উচিত না সে কথাও বলেছেন।
এসএ