বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা–বিদ্বেষ বিহীন দেশ আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।
রবিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানী মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ‘সম্প্রীতি ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশে হাজার হাজার বছর ধরে সব ধর্ম–বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এটা শুধু সম্প্রীতি ভবন ভিত্তিস্থাপন অনুষ্ঠান নয়, এখানে আমরা একটা সম্প্রীতির সমাবেশ করেছি। যেখানে সব ধর্ম–বর্ণ গোত্রের লোকজন আছে। আমরা আমাদের দেশটাকে এভাবেই দেখতে চাই।
সেনাপ্রধান আরওবলেন, গৌতম বুদ্ধের যে নীতি, অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা–বিদ্বেষ বিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই। এদেশ সবার, হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান– মুসলমান সবার এই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই।
আমরা চাই পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে উল্লেখ করে জেনারেল ওয়াকার–উজ–জামান বলেন, সমগ্র দেশের সম্প্রদায় সম্প্রতি রক্ষার জন্য যা কিছু করতে হয়, সেটা করতে সদায় প্রস্তুত সেনাবাহিনী। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার বিভিন্ন মত থাকতে পারে কিন্তু পরিশেষে একে অপরের বক্তব্য, মতামতকে যেন শ্রদ্ধা করি।
এসএ