বৃষ্টির বাধায় পুরো দুই সেশন ভেস্তে যাওয়ার পর, অবশেষ মাঠে গড়ালো রাওয়ালপিন্ডি টেস্ট। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানি ব্যাটাররা পড়েছেন চাপে। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান।
দলীয় ৩ রানে আব্দুল্লাহ শফিকের উইকেট হারায় তারা। তাকে ফেরান পেসার হাসান মাহমুদ। এরপর শান মাসুদ ও বাবর আজমকে দ্রুত সাজঘরে পাঠান আরেক পেসার শরিফুল ইসলাম। রাওয়ালপিন্ডিতে ঢাকার সময় বেলা সাড়ে ১১টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বিকাল সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচ।
প্রথম দিন খেলা হবে ৪৮ ওভার। ম্যাচ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পাঁচ মাস পর লাল বল আর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছে নাজমুল শান্ত‘র বাংলাদেশ।