মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা–নিরীক্ষার পর দীর্ঘ ১৫৬ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে রাজধানীর গুলশানে তার বাসা ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ৯ আগস্ট অসুস্থতা বাড়ায়, এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।
এরপর থেকে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের কাছে একাধিকবার তার পরিবার আবেদন করেছে। এরমধ্যে এবার হাসপাতালে ভর্তি হলে আবারও আবেদন করে। তবে অনুমতি মিলেনি। এমন প্রেক্ষাপটে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকার এই হাসপাতালে তার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়।
এসএ/দীপ্ত নিউজ