গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছেন টালিউড ও বলিউডের অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কলকাতায় ‘শাস্ত্রী’ সিনেমায় শুটিং চলাকালীন অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সল্টলেকের বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান এই অভিনেতা। তার ব্রেন স্ট্রোক হয়েছে। এরইমধ্যে অভিনেতার এমআরআই করা হয়েছে এবং তার চিকিৎসায় বিশেষ দল গঠন করা হয়েছে। বর্তমানে তিনি স্নায়ুরোগ বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: শেহতাজের মা ও প্রীতমের শাশুড়ি আর নেই
জানা গেছে, মিঠুন চক্রবর্তী বিগত কয়েক দিন ধরেই কলকাতায় শাস্ত্রী ছবির শুটিং করছিলেন। সোহম চক্রবর্তী প্রযোজিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি।
গত মাসের শেষ দিকে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং শুরু হয়। এ সিনেমার মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড়পর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি। মিঠুন–দেবশ্রী সিনেমার মূল আকর্ষণ।
উল্লেখ্য, ভারত সরকারের তরফ থেকে এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপক ।
মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্ত–অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
এসএ/দীপ্ত নিউজ