নিজ বাসভবনে পড়ে গিয়ে আহত হয়েছেন আধুনিক মালয়েশিয়া স্থপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ ।
স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে তাকে কুয়ালালামপুর, ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়েছে।
ড. মাহাথির মোহাম্মদ–এর প্রেস সচিব সুফি ইউসুফ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ১০০ বছর বয়সি এই প্রবীণ রাজনীতিবিদকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।
তিনি আরও জানান, বাসভবনের বারান্দা থেকে লিভিং রুমে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান ড. মাহাথির। তবে হাসপাতালে নেয়ার সময় তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে গত কয়েক বছর ধরেই অসুস্থতায় ভুগছেন ড. মাহাথির মোহাম্মদ। এর আগে, গত বছর ১৩ জুলাই শারীরিক ক্লান্তির কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
প্রসঙ্গত, ড. মাহাথির মোহাম্মদ ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত; এরপর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
এসএ