রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হওয়ায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকালে সমাবেশ শেষ হওয়ার পরপরই তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ডা. শফিকুর রহমানের রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এর আগে বিকাল ৫টার পর দলের জাতীয় সমাবেশে বক্তব্য শুরু করেন ডা. শফিক। কিছুক্ষণ বক্তব্য দেয়ার পর তিনি প্রথমবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চের অন্যান্য নেতারা তাকে সহায়তা করে দাঁড় করিয়ে দেন।
এরপর ৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরু করলে কিছুক্ষণের মধ্যেই আবারও শরীর খারাপ অনুভব করেন তিনি। এসময় নেতারা তাকে আবারও বসিয়ে দেন। শারীরিকভাবে দুর্বল থাকা সত্ত্বেও তিনি বসেই বক্তৃতা চালিয়ে যান।
বক্তব্যের এক পর্যায়ে জামায়াত আমির বলেন, “আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না।”
তিনি আরও বলেন, “আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেন।” বক্তৃতার শেষে তিনি ‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করেন।
সমাবেশ শেষে সরাসরি তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।