প্রায় দুই বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বিদেশে চিকিৎসা নেওয়া অবস্থায় তাকে নিয়ে নানা গুজব ছড়িয়েছে।
সম্প্রতি গুঞ্জন ওঠে, হাসপাতালের বিল দিতে না পারায়, দেশে ফিরতে পারছেন না ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’খ্যাত এই তারকা। তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী ফারহানা ফারুক। বর্তমানে সিঙ্গাপুরে ফারুকের সঙ্গে রয়েছেন তিনি।
ফারুকপত্নী গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালের বিল দিতে পারছি না এটা একদমই ঠিক নয়। এমন কথা যেন না লেখা হয়।’
তিনি আরো জানান, সিঙ্গাপুরে ফারুক ডাক্তার লাই-এর অধীনে চিকিৎসা নিচ্ছেন। তিনি এক মাস সিঙ্গাপুরের বাইরে ছিলেন, তবে দুদিন আগে ফিরেছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের ছাড়পত্র নিয়ে শিগগিরই ফারুককে নিয়ে দেশে ফিরবেন তিনি।
তিনি আরও বলেন, ‘ফারুক এখন পুরোপুরি সুস্থ। আগামী ফেব্রুয়ারির মাঝামঝিতে আমরা দেশে ফিরব, ইনশাআল্লাহ।’
হাসপাতালের বিল প্রসঙ্গে ফারহানা ফারুক জানান, লম্বা সময় চিকিৎসার কারণে প্রচুর অর্থ ব্যয় হয়েছে। খরচ সামলাতে সম্পত্তি বিক্রি করেছেন তারা। এছাড়া প্রধানমন্ত্রী ফারুকের চিকিৎসার জন্য ১ লাখ ডলার দিয়েছেন। এখন পারিবারিকভাবেই হাসপাতালের যাবতীয় বিল পরিশোধ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে। তখন থেকে সেখানেই রয়েছেন তিনি।