বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হায়ার বাংলাদেশ গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা কল সেন্টারসেবা চালু করেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ১৭টি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার ও ৭টি ডাইরেক্ট সার্ভিস সেন্টার যুক্ত করে আফটারসেলস সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে।

এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সাপোর্ট পাবেন। বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে প্রথমবারের মতো এমন সেবা চালু করে হায়ারগ্রাহক সেবার নতুন মানদণ্ড স্থাপন করেছে—যা দ্রুত রেসপন্স, উন্নত সেবা মান এবং সার্বক্ষণিক সহায়তা নিশ্চিত করবে।

বর্ধিত সার্ভিস অবকাঠামো দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে মানসম্মত ও নির্ভরযোগ্য টেকনিক্যাল সাপোর্ট প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব. ওয়াং শিয়াংজিং এবং হেড অব সার্ভিস জনাব ফজলুল হক।

অনুষ্ঠানে জনাব ওয়াং শিয়াংজিং বলেন, “গ্রাহক সন্তুষ্টি হায়ারএর বৈশ্বিক ভিশনের মূল কেন্দ্রবিন্দু। ২৪/৭ কল সেন্টার চালু এবং সার্ভিস নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে আমরা দেশের সর্বত্র দ্রুত, নির্ভরযোগ্য ও সুবিধাজনক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই উদ্যোগ হায়ার বাংলাদেশের গ্রাহক সেবার অভিজ্ঞতা উন্নয়ন এবং সার্ভিস সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।

 

যোগাযোগের:

কল সেন্টার: ১৬৬৭৮ /০৮০০০০০১৬৬৭৮ /+৮৮০ ৯৬৬৬৮৮০০৯৯ (হোয়াটসঅ্যাপ)

ওয়েবসাইট: https://haier.com/bd

 

মাসুদ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More