কাশ্মীরি ও হায়দ্রাবাদী জাতের পেঁপে চাষে সফলতা পেয়েছেন বরিশালের বাবুগঞ্জের এক চাষি। একটি গাছ থেকে তিনি সর্বোচ্চ দশ মণ ফল পাচ্ছেন, যা স্বাভাবিক জাতের দ্বিগুণ।
সাউথ আফ্রিকায় থাকার সময় সেখানে বড় আকারের পেঁপে দেখে উদ্বুদ্ধ হন বরিশালের বাবুগঞ্জ উপজেলার আবু বক্কর সুমন। দু’বছর আগে দেশে ফিরে শুরু করেন দেশি হাইব্রিড জাতের পেঁপের চাষ। কিন্তু আশানরুপ ফলন পাননি। এবছর লাগিয়েছেন ভারতের কাশ্মীরি ও হায়দ্রাবাদী জাতের এক হাজার পেঁপে গাছ।
পেঁপে চাষে সুমনের সফলতা দেখে আগ্রহ বাড়ছে এলাকার অন্য চাষিদের। কৃষি বিভাগ জানিয়েছে, অন্যান্য ফসলের তুলনায় উন্নত জাতের পেঁপে চাষে লাভ ভালো। চাহিদা থাকায় কাশ্মীরি ও হায়দ্রাবাদী জাতের পেঁপের চারাও উৎপাদন করছেন আবু বক্কার সুমন।