বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় শোক জানানো হয়।
শোক বার্তায় বলা হয়, মরহুমের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এর আগে শুক্রবার (১০ মে) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কমিউনিস্ট পার্টির এ নেতা। তার বয়স হয়েছিল ৮২ বছর।
হায়দার আকবর খান রনো ১৯৪২ সালের ৩১ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন। এরপর থেকেই কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত ছিলেন তিনি।
১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এছাড়াও রাজনীতি, অর্থনীতি, দর্শন, সাহিত্য ও বিজ্ঞান বিষয়ে বেশ কিছু সংখ্যক বই লিখেছেন হায়দার আকবর খান রনো। তিনি ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
সুপ্তি/ দীপ্ত সংবাদ