গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোঁড়া হয়েছে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় অন্তত ২২ ইসরায়েলি নিহত এবং ৫ শতাধিক আহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলজুড়ে এই হামলা চালানো হয়। হামাস এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
গোষ্ঠীটি জানায়, মাত্র ২০ মিনিটেই তারা ইসরায়েল লক্ষ করে ৫ হাজার রকেট হামলা চালায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, রকেট হামলার বিষয়ে নিরাপত্তা প্রধানরা বৈঠক করে সিদ্ধান্ত নিবেন।
হামাসের হামলায় অন্তত ৫৪৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির নেতারা এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন আল–আকসা স্টর্ম‘।
হামাসের হামলার জবাবে গাজা উপত্যকায় যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে ইসরায়েল।
এসএ/দীপ্ত নিউজ