জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলায় মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে এসেছে হামলাকারীর পরিচয়। তার নাম ফিলিপ এফ বায়ার্ন। শুক্রবার (১০ মার্চ) স্থানীয় সময় বিকেলে সংবাদ সম্মেলনে হামলাকারীর পরিচয় প্রকাশ করে দেশটির পুলিশ।
জার্মানির বন্দরনগরী হামবুর্গের আলস্টারডর্ফে বর্সটেল অঞ্চলের সীমানায় অবস্থিত গির্জায় ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলায় প্রাণহানির ঘটনায় শোকাহত পুরো দেশ। এ নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে করেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ও অ্যাটর্নি জেনারেল।
সংবাদ সম্মেলনে হামলাকারীর পরিচয় প্রকাশ করে পুলিশ। তারা জানায়, হামলাকারীর নাম ফিলিপ এফ বায়ার্ন। তার বয়স ৩৫ বছর। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ২০১৫ সাল থেকে হামবুর্গে নিবন্ধিত ছিলেন তিনি। ফিলিপ যিহোভার সাক্ষী সম্প্রদায়ের একজন উপাসকও ছিলেন।
তবে বেশ কিছুদিন ধরে অনুপস্থিত ছিলেন তিনি। ঘটনার দিন স্থানীয় সময় সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানটি শুরু হওয়ার দুইঘণ্টা পরই গীর্জায় আসা উপাসকদের ওপর লাইসেন্স করা পিস্তল দিয়ে কমপক্ষে ৯ রাউন্ড গুলি চালান ফিলিপ।
এ সময় ঘটনাস্থলেই নিহত হন অনেকে। পরে হামলাকারী নিজেই আত্মঘাতী হন বলেও জানায় পুলিশ।
ফিলিপ এফ এই হামলা কেন চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ৷ তবে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে অজ্ঞাত সূত্রে জানতে পেরেছেন তদন্তকারীরা৷
হামলাকারী কোন উগ্রপন্থি বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কি না সে বিষয়ে তদন্ত করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
গির্জায় ভয়াবহ এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। এই হামলার ঘটনায় স্থানীয়দের পাশাপাশি আতংকিত হামবুর্গে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।
আফ/দীপ্ত সংবাদ