নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে হবে ম্যাচ দুটি।
বুধবার (৩ সেপ্টেম্বর) ২৩ সদস্যের ঘোষিত দলে জায়গা পাননি শমিত সোম আর চোটের কারণে দলে নেই হামজা চৌধুরী। গেল শনিবার বার্মিংহাম বিপক্ষে খেলতে গিয়ে আঘাত পান তিনি। ফলে আপাতত তাকে ছাড়ছে না তার ক্লাব লেস্টার সিটি।
ঘোষিত দলে নেতৃত্ব দেবেন জামাল ভূঁইয়া। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ফয়সাল আহমেদ ফাহিম।হামজা–শমিত ছাড়াই আজ পরিচিত ফুটবলার নিয়েই নেপালে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়ার্ড:
গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম।
ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।
অভি/এসএ