রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

হাদির মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, অবস্থা আশঙ্কাজনক: চিকিৎসক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চ মুখপাত্র ও ঢাকা৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা), অক্সিজেন স্বল্পতা পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ড সদস্য ঢামেক নিউরোসার্জন ড. মো. আব্দুল আহাদ।

তিনি বলেন, ‘হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা), অক্সিজেন স্বল্পতা পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ।’

মস্তিষ্কের পাশাপাশি কিডনি কার্যক্ষমতাও কাজ করছিল না, যদিও পরে কিডনি কার্যক্ষমতা ফিরে এসেছে। এ ছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়ে গেছে। ’

. আহাদ জানান, তাকে এক্সপার্ট হাতে গুলি করা হয়েছে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রক্তনালীগুলো রয়েছে, সেগুলোর পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে। গুলির অনেকটাই সরিয়ে ফেলা গেলেও অপারেশনের পরেও স্প্রিন্টারের কিছু অংশ মস্তিষ্কে থেকে গেছে। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে।

তিনি বলেন, হাদি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ অবস্থায় পরিবার তাকে বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছে। মেডিকেল বোর্ড যদি কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে বিদেশে নেওয়া হবে কি না, সে বিষয়ে পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত কেস সামারি রিপোর্ট পাঠানো হয়েছে।

. আহাদ বলেন, হাদির জিসিএস এখনও তিনই আছে। অপারেশনের আগে, অপারেশনের সময় এবং এখন—তিন ক্ষেত্রেই একই পর্যায়ে রয়েছে।’

এ ছাড়া শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের কিছু অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে বলেও জানান ড. মো. আব্দুল আহাদ।

যে ব্যক্তি গুলি করেছে সে খুবই প্রশিক্ষণপ্রাপ্ত ছিলউল্লেখ করে চিকিৎসক বলেন, আমি সার্জন হিসেবে বলতে চাই, এক্সপার্ট হিসেবে হ্যাট স্যুট করা হয়েছে। তার ডান পাশ দিয়ে গুলি করা হয়েছে। যেখানে ব্রেনের এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে তার সামনে দিয়ে তা ভেদ করে বিপরীত দিক দিয়ে বের হয়েছে। খুব অভিজ্ঞ ছাড়া এভাবে কেউ গুলি করতে পারে না।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমা রাজধানী বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন সন্ধ্যায় হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি সেখানেই ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More