সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন কিছু মনে করার কারণ নেই।’

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত ‘ইয়ুথ ভোটার’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘নির্বাচনের সময় দুইএকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, যা নতুন কিছু নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে। ভোটের সময় আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ অনেকে হত্যার শিকার হয়েছেন। শরিফ ওসমান হাদির ওপর হামলাও তেমনই একটি বিচ্ছিন্ন ঘটনা।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে সিইসি বলেন, ‘নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষম।’

তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘তরুণরা নিজেরা ভোট দেবেন এবং অন্যদের ভোট দিতে উৎসাহিত করবেন। কারণ তরুণরা সাহস ও সৃষ্টিশীলতার প্রতীক। তরুণদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ। আর এতে তরুণদের অংশগ্রহণ থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

দেশ গঠনে তরুণদের অবদান তুলে ধরে সিইসি বলেন, ‘তরুণরা ১৯৬৯, ১৯৭০, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪—প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দিয়েছে। তাদের সৃষ্টিশীলতা, জ্ঞানভিত্তিক চিন্তা ও শক্তি ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এবারের নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। কারণ প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, যা গত ৫৪ বছরে কখনো হয়নি। পাশাপাশি নির্বাচন পরিচালনায় যুক্ত ব্যক্তিরা, কারাবন্দি নাগরিক এবং সরকারি কর্মকর্তাকর্মচারীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More