রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমে এ কথা বলেন ইনকিলাব মঞ্চ সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি বলেন, পরিস্থিতি উন্নতি হলে তাঁকে (ওসমান হাদি) উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।
আবদুল্লাহ আল জাবের আরও বলেন, ‘ওসমান হাদি এখনো ডিপ কোমায় আগের অবস্থায় আছেন। তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তবে ইন্টারনাল রেসপন্স আছে।’
তিনি আরও জানান, হাদিকে তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। অবস্থা বিদেশে নেওয়ার মতো উন্নতি হলেই নেওয়া হবে।
এদিকে, সকাল ১০টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসক ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেই সময় সোমবার (১৫ ডিসেম্বর) রাতে শেষ হবে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমা রাজধানী বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন সন্ধ্যায় হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি সেখানেই ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
এসএ