ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেন, ‘ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির যাত্রা শুরু হবে দুপুর ১২টায়। এই কর্মসূচিতে ছাত্রজনতাকে স্বতস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাদিক কায়েম।
এদিকে, সোমবারের মধ্যে হাদিকে হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তার করা না গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি করেছে ইনকিবলাম মঞ্চ।