কুষ্টিয়ায় একটি চারতলা ভবনের ছাদ থেকে ফেলে রুবেল হোসেন (২২) নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় বনফুড বেকারির সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত রুবেল কুমারখালী উপজেলার মির্জানগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র।
কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার বনফুড বেকারির সামনে লাল মিয়ার চারতলা ভবনের তৃতীয় তলার মেসে থাকতেন তিনি।
জানা যায়, ভবনের নিচ থেকে রশি দিয়ে হাত–পা বাঁধা আর মুখ গামছা দিয়ে পেঁচানো মুমূর্ষু অবস্থায় রুবেলকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন চক্রবর্তী বলেন, আশঙ্কাজনক অবস্থায় রাত ১১টার দিকে রুবেল নামে ওই তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বুধবার (২ অক্টোবর) সকালে কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।
সুপ্তি/ দীপ্ত সংবাদ