নোয়াখালীর হাতিয়া মেঘনা নদীতে যাত্রী পারাপারের সময় প্রবল ঢেউয়ের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় পাশে থাকা অন্য নৌকার মাঝিদের সহযোগিতায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও মোঃ শাহজাহান (৪০) নামে একজন এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ ঐ ব্যাক্তিকে উদ্ধারে কোস্টগার্ড উদ্ধার অভিযানে নেমেছে।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ৩টায় উপজেলার চরআতাউর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মোঃ শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। সে দিনমজুরের কাজ করতো।
চরআতাউরের বাসিন্দা ও নৌকার মাঝি সালাহউদ্দিন জানান, দুপুরের পর হাতিয়ার চরআতাউর থেকে ৩৫ জন মিলে একটি নৌকায় সারের বস্তা ও কীটনাশক নিয়ে কোরালিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর নদীর ঢেউয়ের ধাক্কায় নৌকায় পানি ঢুকে তা ডুবে যায়। এসময় নৌকায় থাকা সবাই পানিতে ডুবে যায়। পাশে থাকা অন্য নৌকার মাঝিরা তা দেখতে পেয়ে এগিয়ে আসে এবং তাদের সহযোগিতায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। এসময় তাদের সাথে থাকা মোঃ শাহজাহানকে পাওয়া যায়নি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিকেল ৪ টায় নৌকাডুবির খবর পাই এবং তাৎক্ষণিক আমাদের একটি দল নিখোঁজকে উদ্ধারে অভিযান শুরু করে। আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ