ওটিটি প্লাটফর্মে যাত্রা শুরু করলো দীপ্ত টিভি। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভির নিজস্ব ভবনে ‘দীপ্ত প্লে’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ‘দীপ্ত প্লে’ নামের এই ওটিটি প্লাটফর্মের মূল লক্ষ্য বিশ্ববাসীর সামনে দেশের শিল্প সংস্কৃতি তুলে ধরা। আইসিটি প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, দীপ্ত টিভির এই উদ্যোগের মাধ্যমে বন্ধ হবে বিদেশী সংস্কৃতির আগ্রাসন।
যাত্রা শুরুর পর থেকেই সবার কাছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছে দীপ্ত টিভি। একইসাথে ডাবিং কোরে প্রচার করা হচ্ছে বৈচিত্র্যময় বিদেশি ধারাবাহিক। এসব অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেলেও, অনেকে তা দেখতে পারেননি। তাই সবার কথা মাথায় রেখে ওটিটি প্লাটফর্ম চালু করেছে দীপ্ত টিভি। দীপ্ত প্লে নামের এই ওটিটি প্লাটফর্মে দীপ্ত টিভিতে প্রচারিত ও প্রচারের অপেক্ষায় থাকা সব কনটেন্টই পাওয়া যাবে। এর বাইরেও থাকবে হাজারো কনটেন্ট।
দীপ্ত প্লে’র মূল লক্ষ্য দেশীয় শিল্প-সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরা। দীপ্ত টিভির এই উদ্যোগকে স্বাগত জানান আমন্ত্রিত অতিথিরা। বিদেশী সংস্কৃতির আগ্রাসন বন্ধে ‘দীপ্ত প্লে’ ভূমিকা রাখবে বলে আশা করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গুগল প্লে থেকে ‘দীপ্ত প্লে’ অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোন বা স্মার্ট টিভিতে দেখা যাবে।