ইউরোর দ্বিতীয় দিনেই জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছে স্পেন–ক্রোয়েশিয়া। রাতে তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
শক্তি সামর্থের দিক দিয়ে ক্রোয়েশিয়ার থেকে অনেকটাই এগিয়ে স্পেন। অতীত ইতিহাসও স্প্যানিশদের পক্ষেই কথা বলছে। পরিসংখ্যানে ইউরোতে এখন পর্যন্ত দুই দলের ১০ বারের দেখায় ৬ বারই জয়ের দেখা পেয়েছে স্পেন। বিপরীতে ক্রোয়েশিয়ার জয় মাত্র ৩টি তে।দুই দলের দেখাতে মাত্র ১টি ম্যাচ ড্র হয়েছে।
বর্তমান সময়ের ফর্ম অনেকটাই এগিয়ে রাখছে স্পেনকে। তারুণ্যের শক্তিই এই দলের মূলমন্ত্র। নিজেদের দিনে যেকোন দলকে কোনঠাসা করে দিতে পারে স্পেন।
অন্যদিকে বরাবরের মতো বড় মঞ্চে আন্ডারডগ হিসেবে খেলে থাকে ক্রোয়েশিয়া। এই ম্যাচে সবাইকে ছাপিয়ে নজর থাকবে শেষ ইউরো খেলা লুকা মদ্রিচের উপর। এবারের ইউরোতে সব ফুটবল ফ্যানদের আলাদা করে নজর এই গ্রুপে। কারণ এবারের ইউরোতে এই গ্রুপই সবচেয়ে কঠিন। তাই এই গ্রুপকে বলা হয় গ্রুপ অফ ডেথ।
গ্রুপে স্পেন, ইতালি আর ক্রোয়েশিয়ার মতো হেভিওয়েট দলের সামনে আলবেনিয়ার মতো দলও আছে।
ইমরান/ আল / দীপ্ত সংবাদ