বিশ্বকাপে সেমির দৌঁড়ে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা।
বুধবার (১ নভেম্বর) পুনেতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
৬ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাউথ আফ্রিকা। অন্যদিকে সমান ম্যাচে ৪ জয়ে তিন নম্বরে বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড।
দুই দলের সামনেই থাকছে সেমির পথে এগিয়ে যাওয়ার হাতছানি। তবে সেই দৌড়ে কিউইদের থেকে এগিয়ে প্রোটিয়ারা। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা সাউথ আফ্রিকা, হেরেছে শুধু নেদারল্যান্ডসের কাছে। পাঁচ জয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়েই রেখেছে তারা। এবার লক্ষ্য, ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে জিতে সমীকরণটা আরও সহজ করা।
অন্যদিকে শেষ দুই আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড, এবার চায় অধরা শিরোপা জিততে। তবে টানা চার জয়ের পর ভারত আর অস্ট্রেলিয়ার কাছে হেরে, কিছুটা ব্যাকফুটে বাভুমা বাহিনী। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হবে তাদের। আফ্রিকা বধ কোরে সেই মিশন শেষ করতে চায় তারা।
পরিসংখ্যানেও এগিয়ে নিউজিল্যান্ড। বিশ্বমঞ্চে এর আগে ৮ বারের দেখায় ৬ বারই প্রোটিয়াদের হারিয়েছে কিউইরা।
এসএ/দীপ্ত নিউজ