সেমিফাইনালের সম্ভাবনা ধরে রাখতে আজ (শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩০ পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিযামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
বিশ্বকাপ মিশনে প্রথম দুই ম্যাচ জিতলেও স্বাগতিকদের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে পাকিস্তান। তার ওপর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এ ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ম্যান ইন গ্রিনদের।
এদিকে হটফেভারিটের তালিকায় থাকা অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে হারার পর, তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
বিশ্বমঞ্চে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ৬ হারের বিপরীতে পাকিস্তানের আছে ৪ জয়। ২০১৯ বিশ্বকাপেও অজিদের কাছে হেরেছে পাকিস্তান। চলতি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাবর বাহিনী। তাই তাদের সামনে রয়েছে প্রতিশোধের হাতছানি।
পাকিস্তানের বিপক্ষে জযের ছন্দ ধরে রাখতে চায় প্যাট কামিন্স বাহিনি। এ দ্বৈরথের উপর নির্ভর করবে সেমির রাস্তা কতটা পরিষ্কার অজিদের জন্য। পাকিস্তান একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে অজি বোলার হ্যাজলউডের পরিবর্তে সুযোগ পেতে পারেন ক্যামেরন গ্রিন।
এসএ/দীপ্ত নিউজ